রাজনীতি করার অধিকার নেই জামায়াতের: হানিফ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেছেন, আপনারা জামায়াতকে যে নামেই ডাকুন না কেন নৈতিকভাবে রাজনীতি করার অধিকার নেই জামায়াতের।

- Advertisement -

শনিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, আপনারা খেয়াল করে দেখবেন ১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কোন ভুল স্বীকার কিংবা ক্ষমা চায়নি। সুতরাং খোলস পাল্টে জামায়াত যে রং ধারণ করুক না কেন আমার দৃষ্টিতে এদেশে নৈতিকভাবে তাদের রাজনীতি করার অধিকার নেই।

উল্লেখ, জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’স্লোগানে নতুন রাজনৈতিক সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

জয়নিউজ/অভিজিত/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM