উড়িষ্যায় আঘাত হেনেছে ফণী

ঘণ্টায় ১৭৫ কিলোমিটারের বেশি গতির বাতাসের শক্তি নিয়ে ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী

- Advertisement -

ভারতের আবহাওয়া অফিস বলছে, স্থানীয় সময় শুক্রবার (৩ মে) সকাল ৮টার দিকে এই ঘূর্ণিঝড় তীর্থনগরী পুরীর ২৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে গোপালপুর আর চাঁদবালির মাঝামাঝি এলাকা দিয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে শুরু করে।

- Advertisement -google news follower

এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যা, অন্ধ্র ও পশ্চিমবঙ্গ উপকূলে হচ্ছে প্রবল বৃষ্টি। সেইসঙ্গে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলের নিচু এলাকা।

- Advertisement -islamibank

উড়িষ্যা ও পুরীতে ফণীর তাণ্ডবে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হতে সময় লাগবে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM