চসিক’র প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া (উপ-সচিব)।

- Advertisement -

মঙ্গলবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কে. এম. আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো।

- Advertisement -google news follower

এদিকে, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন উপ-সচিব হিসেবে পদোন্নতি পেয়ে নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। নাজিয়া শিরিনের স্থলাভিষিক্ত হলেন সুমন বড়ুয়া।

গত ২১ ফেব্রুয়ারি সুমন বড়ুয়া বিসিএস (শিক্ষা) ক্যাডার থেকে প্রশাসন ক্যাডারে উপ-সচিব পদে পদোন্নতি পান। এরপর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন তিনি। এর আগে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ছিলেন তিনি। তখন তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক ছিলেন।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM