উন্নয়ন প্রকল্প দ্রুত নিষ্পন্নের নির্দেশ মেয়রের

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

হজ পালনে সৌদি আরবে অবস্থানরত মেয়র নাছির উদ্দীন গত বুধবার রাতে মুঠোফোনে ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীকে চসিকের প্রধান প্রকৌশলীকে তার এ নির্দেশনা পৌছে দিতে বলেন।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে ভারপ্রাপ্ত মেয়র কর্পোরেশনের আবদুচ ছাত্তার মিলনায়তনে প্রকৌশল বিভাগের ২৯তম মাসিক সমন্বয় সভায় একথা বলেন।

ভারপ্রাপ্ত মেয়র বলেন, আগামী মার্চের মধ্যে নগরীতে চলমান সকল উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার জন্য চসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছেন মেয়র।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের সকল উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র।

হাসনী বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। আমরা চাই না কর্পোরেশনের অনিষ্পন্ন কোন প্রকল্পের কাজের জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হোক। ভারপ্রাপ্ত মেয়র নির্বাচনের পূর্বেই সরকারের নেয়া গৃহীত উন্নয়ন প্রকল্পের সুফল যাতে নগরবাসীর দোরগোড়ায় পৌছে সেজন্য প্রকৌশলীদের আরো উদ্যোগী ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ। এতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, আবু ছালেহ, মনিরুল হুদা, কামরুল ইসলামসহ নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

সভায় গত জুলাই মাসে তালিকাভুক্ত প্রকল্পের অনুকূলে ২৯ আগস্ট পর্যন্ত গৃহীত ব্যবস্থা, ২৮তম মাসিক সমন্বয় সভার গৃহীত সিদ্ধান্তের উপর কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে আলোচনা ও আগামী মাসের মধ্যে সকল রুগ্ন প্রকল্পকে জবাবদিহিতার আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM