কান্না আর ফুলে সুবীর নন্দীকে চিরবিদায়

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আনা হয়েছে। শ্রদ্ধা জানাতে এসেছেন দেশের শিল্পী সমাজ ও ভক্তরা। সবার ছলছল চোখ। কেউ আড়ালে মুছছেন। আবার কেউবা মরদেহের সামনে নিজেকে নিয়ন্ত্রণই করতে পারছেন না।

- Advertisement -

বুধবার (৮ মে) বেলা ১১টায় শহীদ মিনারে রাখা হয় তার মরদেহ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শেষবারের মতো শ্রদ্ধ জানানো হচ্ছে তাকে।

- Advertisement -google news follower

আরও পড়ুন: সুবীর নন্দীর মরদেহ দেশে, দুপুরে শেষকৃত্য

এখানে উপস্থিত আছেন সুবীর নন্দীর পরিবারের সদস্যরাও। সবার সঙ্গে কাঁদছেন সুবীরের স্ত্রী ও কন্যা।

- Advertisement -islamibank

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা জানান, এখানে শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসিতে নেওয়া হবে সুবীর নন্দীর মরদেহ। এরপর রামকৃষ্ণ মিশনে নেওয়ার পর রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালী মাতা মন্দির ও শ্মশানে আজ তার শেষকৃত্য হবে।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মারা যান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM