সাতকানিয়া প্রেস ক্লাব ও আইডিএফ’র ইফতার মাহফিল

সাতকানিয়া প্রেস ক্লাব ও আইডিএফ’র যৌথ উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (২২ মে) সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

- Advertisement -google news follower

সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল তরিকুল ইসলাম এনডিসি, সাতকানিয়া দেওয়ানী আদালতের সিনিয়র সহকারী জজ মো. ইব্রাহীম খলিল, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড. আবু রেজা নদভীর একান্ত সহকারী ও সাতকানিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ, হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান, ভেটেনারি সার্জন ডা. আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মানস মন্ডল, বিউবোর আবাসিক প্রকৌশলী গোলাম সরোয়ার, আইডিএফের চট্টগ্রাম জোনাল অফিসের ম্যানেজার শাহ আলম, আইডিএফ ডেপুটি কো-অর্ডিনেটর মহিউদ্দীন আহমেদ চৌধুরী, আইডিএফ সাতকানিয়া শাখার কর্মকর্তা মো. আজিজুল হক, সিটি ব্যাংকের এভিপি রকিবুল হক দীপু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, পল্লী বিদ্যুতের সাতকানিয়া জোনালের ডিজিএম মো. শাহ আলম, সাতকানিয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, সাতকানিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাহেদ হোসাইন, সিভয়েস টুয়েন্টি ফোরের মনিরুল ইসলাম মুন্না, দোহাজারী প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে নাসির উদ্দিন বাবুল, আসগর আলী সেলিম, শেখ দিদারুল ইসলাম, লোহাগাড়ার সাংবাদিকদের মধ্যে আজিজুল ইসলাম, সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. আইয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, সোনাকানিয়া মজিদিয়া মাদরাসার সুপার মো. আইয়ুব প্রমুখ।

মাহফিলে দেশ জাতির শান্তি অগ্রগতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মৌলানা মো. ইয়াহিয়া।

- Advertisement -islamibank

আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/খোকন/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM