মুক্তি পেল ‘পিএম নরেন্দ্র মোদি’

রিয়েল মোদির পর এবার পর্দা মোদির পরীক্ষা। শুক্রবার (২৪ মে) মুক্তি পেয়েছে তাঁর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউড তারকা বিবেক ওবেয়র। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুব বড় একজন ভক্ত তিনি।

- Advertisement -

মোদির জীবনী নিয়ে ছবিটি নির্মাণ করেছেন ওমাং কুমার। লোকসভা ভোট শুরু হওয়ার আগে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। পরিচালক বলেছিলেন, ভোটের আগে ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পেলে মোদি সম্পর্কে ভারতীয় জনগণের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হবে। যার প্রভাব পড়বে ভোটে।

- Advertisement -google news follower

কিন্তু ভোটের আগে এর মুক্তি আটকে দেয় নির্বাচন কমিশন। তারা সাফ জানিয়ে দেয়, ভোটের পর ছাড়া এ ছবির মুক্তি সম্ভব নয়। ব্যাপারটা দেশটির সুপ্রিম কোর্টেও ওঠে। কোর্ট পুরো ছবি দেখে কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয়। পরে নির্বাচন কমিশন মোদির বায়োপিক পুরোটা দেখে তাদের আগের সিদ্ধান্তেই অটল থাকে।

সাত দফার ভোট শেষ হয়েছে। ঘোষণা হয়েছে ফলাফলও। তাতে বিশাল ব্যবধানে জিতে আরও একবার ভারতের মসনদে বসছেন নরেন্দ্র মোদি। সঙ্গে শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল তাকে নিয়ে বানানো বিবেক ওবেরয়ের ‘পিএম নরেন্দ্র মোদি’। ছবি দেখার পর আপাতত দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছেন নায়ক বিবেক।

- Advertisement -islamibank

ফের আরেকবার মোদি প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসছেন বুঝতে পেরে ফল ঘোষণার দিন নিজেই চায়ের কেটলি হাতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন। পথচারীদের ডেকে ডেকে চা খাওয়ান। ক্যামেরা দেখে মিষ্টি হেসে পোজও দেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM