শুক্রবারের হাঁটুপানি সরেনি রোববারেও

প্রচন্ড গরম থেকে নগরবাসীকে স্বস্তি এনে দিয়েছিল শুক্রবারের (২৪ মে) রাতের বৃষ্টি। তবে সে বৃষ্টিই কাল হয়ে দাঁড়িয়েছে অক্সিজেন মোড়ের জন্য। ওই রাতের বৃষ্টিতে অক্সিজেন মোড়ের সেই হাঁটুপানি রোববার (২৬ মে) বিকেল পর্যন্ত সরেনি। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এ মোড় দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের।

- Advertisement -

রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, সড়কটির ডিভাইডারের পশ্চিম পাশে হাঁটুপানি জমে আছে। পানি মাড়িয়েই চলাচল করছে যানবাহন ও মানুষ। পানির মধ্যদিয়ে চলতে গিয়ে অনেক সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে যাচ্ছে। পানির কারণে পশ্চিম পাশে অবস্থিত জেলা পরিষদ মার্কেটের দোকানগুলো বন্ধ রয়েছে।

- Advertisement -google news follower

এদিকে সড়কে পানি জমে থাকার কারণে দিনের অধিকাংশ সময় অক্সিজেন মোড়ে থাকে তীব্র যানজট। ইফতারের আগে এ যানজট ভয়াবহ আকার ধারণ করে বলে জানা যায়।

শুক্রবারের হাঁটুপানি সরেনি রোববারেও

- Advertisement -islamibank

স্থানীয়রা জানান, এ জায়গায় আগে কখনো পানি জমতে দেখেননি তারা। তবে চলতি বর্ষায় সামান্য বৃষ্টিতে পানি জমে যাচ্ছে।

অটোরিকশাচালক শামীম জয়নিউজকে বলেন, ২০ বছর ধরে এ মোড় থেকে যাত্রী নিয়ে গন্তব্যে যাই, কখনো এখানে পানি উঠতে দেখিনি। শুক্রবার রাতের দেড়ঘণ্টার বৃষ্টিতেই এবার পানি উঠে গেছে। তিনদিনেও পানি কমল না। বর্ষা এলে কি হবে আল্লাহই জানে।

এ ব্যাপারে জানতে চাইলে অক্সিজেন মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মো. আকরাম জয়নিউজকে বলেন, পানির কারণে অক্সিজেন মোড়ে দুইদিন ধরে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। যানবাহন নিয়ন্ত্রণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা না নেওয়ায় তিনদিনেও পানি সরেনি।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM