ঈদের আগেই ভালো কিছু পাবে নগরবাসী: মেয়র নাছির

ঈদের আগে ভালো কিছু নগরবাসীকে উপহার দেওয়ার কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার (২৮ মে) দুপুর ১২টার দিকে নগরের পোর্ট কানেকটিং রোডের কার্পেটিং কাজ পরিদর্শন শেষে মেয়র এ আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -

এর আগে সোমবার (২৭ মে) গভীর রাতে নগরের আগ্রাবাদ এক্সেস রোডের কাজ পরিদর্শন করেন মেয়র।

- Advertisement -google news follower

মেয়র বলেন, চট্টগ্রামবাসীর কষ্ট লাঘবের চেষ্টা চলছে। জাইকার অর্থায়নে সড়কে ৯ ইঞ্চি পুরু কার্পেটিং করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের আগেই সড়কের একপাশের কার্পেটিংয়ের কাজ শেষ হবে।

আগ্রাবাদ এক্সেস রোড ও পোর্ট কানেকটিং রোড একবছর কাটা হবে না বলে উল্লেখ করে মেয়র বলেন, কার্পেটিং কাজ শুরুর পূর্বে চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস, পিডিবিসহ সবগুলো সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে কথা হয়েছে। এ দুটি সড়কের কাজ শেষ হওয়ার পর একবছর সড়ক কাটা যাবে না।

- Advertisement -islamibank

মেয়রের সঙ্গে এ সময় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী অসীম বড়ুয়া, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM