‘যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব’

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প থেকে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আপদকালীন সহায়তা প্রদান কর্মসুচির অংশ হিসাবে বৃহস্পতিবার (৩০ মে) ৯ জনকে চার লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

- Advertisement -

নগরের দামপাড়ায় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি স্পেশাল ব্র্যাঞ্চের এসপি মোহাম্মদ মনজুর মোরশেদ।

- Advertisement -google news follower

এ সময় তিনি বলেন, ইসলাম আল্লাহ্ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এ ব্যবস্থায় সালাতের গুরুত্ব যেমন অপরিহার্য, তেমনি যাকাতের গুরুত্বও অনস্বীকার্য। যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় সুখী-সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

সিএমপি বাকলিয়া থানার ওসি (তদন্ত) মু. মঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি নওশাদ চৌধুরী মিটু, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের ও প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ।– প্রেস বিজ্ঞপ্তি

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM