নগরবাসীকে আরো দায়িত্ববান হওয়ার আহ্বান মেয়রের

চট্টগ্রাম শহরকে সুন্দর রাখার জন্য নগরবাসীকে আরো দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মঙ্গলবার (৪ জুন) দুপুর ১টার দিকে নগরের পাথরঘাটা এলাকায় ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।

- Advertisement -google news follower

এ সময় মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। শেখ হাসিনার সরকার যেসব পাইলট কর্মসূচি গ্রহণ করেছে, তা শেষ হলে দুরবিন দিয়ে খুঁজলেও দরিদ্র পাওয়া যাবে না। তাই এ সরকারকে সহযোগিতা করতে হবে।

নগরবাসীকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়ে সিটি মেয়র আরো বলেন, এ নগর আপনার আমার সকলের। সিটি করপোরেশন একা কাজ করতে পারবে না। নগরবাসীর উচিত করপোরেশনকে সহযোগিতা করা। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা, সিটি করপোরেশনের দেওয়া বিনে ময়লা সংরক্ষণ- নগরবাসীর দায়িত্ব।

- Advertisement -islamibank

তিনি বলেন, চট্টগ্রামের চেহারা পাল্টে গেছে। সবকাজ শেষ হলে আগামী এক বছরের মধ্যে উন্নত বন্দরনগরীতে পরিণত হবে চট্টগ্রাম।

নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান আনিসুর রহমান ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ, সদস্য আবুল মনছুর, মো. ঈসা, আবসার উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এইচএম জিয়াউদ্দিন প্রমুখ।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM