রোগীদের জন্য মাছ, মুরগি, খাসি

ঈদে রোগীদের জন্য দুপুরে বিশেষ খাবারের আয়োজন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ। খাবারের মেনুর মধ্যে রয়েছে খাসির মাংস, মুরগির রোস্ট, মাছ। তবে রাতে বরাবরেই মতো থাকবে নিয়মিত খাবার।

- Advertisement -

এদিকে ঈদেও চমেক হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রয়েছে। প্রতিদিনের মতো জরুরি বিভাগে দায়িত্ব পালন করছেন চিকিৎসকরা। ওয়ার্ডগুলোতে সকাল থেকেই রোগীদের সেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বৃহস্পতিবার (৬ জুন) থেকে আউটডোরেও চিকিৎসা নিতে পারবেন রোগীরা।

- Advertisement -google news follower

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জয়নিউজকে বলেন, ঈদে হাসপাতালের সার্বক্ষণিক চিকিৎসাসেবা চালু রয়েছে। দুপুরে রোগীদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ খাবার। যেখানে থাকবে খাসি, মুরগি, মাছ। আগামীকাল বৃহস্পতিবার থেকে আউটডোর খোলা থাকবে।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM