দুর্নীতির মামলায় থাকসিনের কারাদণ্ড

দুর্নীতির মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ১০ বছর ক্ষমতায় থাকাকালে অবৈধ লটারি কর্মসূচি চালু সংক্রান্ত দুর্নীতির মামলায় বৃহস্পতিবার (৬ জুন) আদালত এ রায় দেন।

- Advertisement -

দুর্নীতির বেশ কয়েকটি মামলায় এর আগে থাকসিনের কয়েক দফা কারাদণ্ড হয়। তবে বৃহস্পতিবারের রায়ের পর এখন তাকে সবমিলিয়ে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

- Advertisement -google news follower

কারাদণ্ড দেওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

স্বেচ্ছা নির্বাসনে থাকা থাকসিনের বিরুদ্ধে মামলার তদন্তে শেষে গত বছর বিচারকাজ শুরুর আবেদন জানায় থাইল্যান্ডের দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় থাকসিন ছাড়া আরও ৪৬ জন আসামি রয়েছেন।

- Advertisement -islamibank

উল্লেখ্য, ২০০৬ সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০৮ সালে থাইল্যান্ড থেকে পালিয়ে যান থাকসিন সিনাওয়াত্রা। বর্তমানে তিনি স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM