প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পত্রিকা চলতে পারে না। যত্রতত্র অনলাইন পত্রিকা গজিয়ে উঠছে। এগুলো রেজিস্ট্রেশন করতে হবে।
শুক্রবার (১৪ জুন) বিকেলে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যত্রতত্র অনলাইন নিউজপোর্টাল গজিয়ে উঠছে। এসব নিউজপোর্টালকে নিবন্ধন করতে হবে।
এবার প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী হিসেবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করেছেন শেখ হাসিনা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসেন।