নয়াপল্টনে ছাত্রদলের অবস্থান

বয়সসীমা তুলে দিয়ে ধারাবাহিক কমিটির দাবিতে রাজধানীর নয়াপল্টনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের সদ্যবিলুপ্ত কমিটির একাংশের নেতারা। রোববার (১৬ জুন) বেলা ১১ টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ এই কর্মসূচি শুরু হয়।

- Advertisement -

কর্মসূচিতে যোগ দেন সদ্যবিলুপ্ত কমিটির একাংশের নেতা এজমুল হোসেন পাইলট, ইফতিখার রহমান কবির, বায়েজিদ আরেফিন, আবুল হাসান, মামুন বিল্লাহ, আব্দুর রহিমসহ শতাধিক নেতা।

- Advertisement -google news follower

তাদের দাবি, বয়স সীমাসহ কাউন্সিলে প্রার্থীর হওয়ার ক্ষেত্রে যে তিনটি শর্তারোপ করা হয়েছে তা বাতিল করা।

কর্মসূচি থেকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ নেতারা।

- Advertisement -islamibank

উল্লেখ্য, গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। আর কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যে কোনো বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ তিনটি শর্ত নির্ধারণ করে দেওয়া হয়।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM