চ্যানেল আইয়ে আজ টেলিফিল্ম ‘পরী’

শুক্রবার (২৮ জুন) বিকাল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে টেলিফিল্ম ‘পরী’।

- Advertisement -

দয়াল সাহার রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন শেখ রুনা। একটি বাস্তব ঘটনার সূত্রে টেলিফিল্মটি নির্মিত হয়েছে ১৯৫২ এন্টারটেনমেন্টের ব্যানারে। এতে অভিনয় করেছেন তানিয়া আহমেদ, গোলাম কিবরিয়া তানভীর ও লাক্সতারকা মিম মানতাসা।

- Advertisement -google news follower

‘পরী’র গল্পে দেখা যাবে, তানিয়া আহমেদ একজন মানসিক রোগী। তিনি সম্পর্কে মানতাসার ফুফু। তানিয়া মানতাসাকে সবসময় আগলে রাখেন। বোরকার আড়ালে রাখেন। সাজগোজ করতে দেন না। এমনকি কলেজের কোনো বন্ধুর সঙ্গেও মিশতে দেন না।

ফুফুর এত কড়াকড়ির মধ্যেও মানতাসা তানভীরের সঙ্গে দিব্যি প্রেম করে বেড়ান। মানতাসার উপর ফুফু তানিয়ার শাসন যত বাড়তে থাকে, তানভীরের সঙ্গে তার প্রেম তত জমে ওঠে। এরপরে কি হবে সেটা দেখতে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।

- Advertisement -islamibank

‘পরী’ প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, একজন মহিলা ও তার ভাস্তির মধ্যে শাসন ও আগলে রাখার বিষয়টি গল্পে উঠে এসেছে। আশা করি, টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM