একটি পরীক্ষায় জটিলতা নিরসনের দাবিতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের(ইউএসটিসি) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার (২ জুলাই) ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা বেলা ১২টার দিকে ফয়েজ লেকের জাকির হোসেন সড়কে টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় এ কে খান গেইট থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন জায়গায় যানযটের সৃষ্টি হয়।
ইউএসটিসির প্রক্টর নূরে আলম সিদ্দিকী জানান, একটি পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে নেব।
জয়নিউজ/পিডি