লন্ডনে আমিরাতের ক্রাউন প্রিন্সের মরদেহ উদ্ধার

সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স ও ৩৯ বছর বয়সী ফ্যাশন ডিজাইনার খালিদ আল কাশিমি লন্ডনে মারা গেছেন। আমিরাতের শারজাহ শহরের শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাশিমির একমাত্র ছেলে তিনি। লন্ডনে তাঁর এই মৃত্যুর কোনো ব্যাখ্যা দিতে পারেনি ব্রিটেন।

- Advertisement -

খালিদ আল কাশিমিকে পশ্চিম লন্ডনের নাইটসব্রিজের বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।

- Advertisement -google news follower

সোমবার (১ জুলাই) লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ওই অ্যাপার্টমেন্টে অবচেতন অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীরা লন্ডনের জরুরি সার্ভিস নম্বরে ফোন করে তা জানান।

পুলিশ মরদেহ উদ্ধারের পর এক বিবৃতিতে তাৎক্ষণিকভাবে এই মৃত্যু ব্যাখ্যাহীন বলে জানিয়েছে।

- Advertisement -islamibank

মঙ্গলবার (২ জুলাই) আমিরাতের এই ক্রাউন প্রিন্সের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তবে তাঁর মৃত্যুর কোনো কারণ ময়নাতদন্তে জানা যায়নি।

প্রিন্স খালিদ আল কাশিমির মরদেহ দেশে আনার পর বুধবার (৩ জুলাই) দাফন করা হয়েছে।

এদিকে, খালিদের মৃত্যুতে দেশটিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ও পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।–সিএনএন

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM