হরতালে সমর্থন থাকলেও মাঠে থাকবে না বিএনপি

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে নগর বিএনপি নৈতিক সর্মথন জানিয়েছে। তবে হরতালে বিএনপি নেতা-কর্মীরা মাঠে থাকবেন না বলে জানিয়েছেন নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন।

- Advertisement -

ইয়াছিন চৌধুরী লিটন জয়নিউজকে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দ্রব্যমূল্য যে হারে বাড়ছে তা অসহনীয়। দেশের মানুষ সরকারের ওপর বিরক্ত। সম্প্রতি আবারো অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বাড়িয়ে সরকার প্রমাণ করল তারা জনবান্ধব নয়। তাই বাম জোটের ডাকা আধাবেলা হরতালে চট্টগ্রাম নগর বিএনপির পক্ষ থেকে নৈতিক সমর্থন জানাই।

- Advertisement -google news follower

হরতালে বিএনপির কোনো কর্মসূচি থাকবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হরতালে সমর্থন থাকলেও মাঠ পর্যায়ে আমাদের কোনো কর্মসূচি থাকবে না।

জানতে চাইলে নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বেলাল উদ্দিন জয়নিউজকে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে । যে কারণে ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ। তাই শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষের উচিত হরতালে সমর্থন জানানো।

- Advertisement -islamibank

উল্লেখ, রোববার (৭ জুলাই) গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট।

এর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সব ধরনের গ্রাহক পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। যা গেল ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

জয়নিউজ/এসআর/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM