পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে প্রশাসন

নগরে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

- Advertisement -

সোমবার (৮ জুলাই) জেলা প্রসাশনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন জয়নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

তিনি বলেন, লালখানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বর্তমানে ৪৭টি পরিবার আশ্রয় নিয়েছে।  স্থানীয় কাউন্সিলরের সহায়তা তাদের জন্য দুপুরের খাবার রান্না করা হচ্ছে।পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে প্রশাসন | received 572467466616301

এছাড়া লালখানবাজার মতিঝর্ণা ও বাটালি পাহাড় এলাকা পরিদর্শনে ঝুঁকিপূর্ণ ঘরগুলোতে তালা দেওয়া পাওয়া গেছে। সকালে যেসব লোক পাহাড়ে ফিরে গিয়েছিলেন তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে ।

- Advertisement -islamibank

জেলা প্রশাসন সূত্র জানায়, নগরের টাঙ্কির পাহাড় সংলগ্ন আল হেরা ইসলামিয়া মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে এই মুহূর্তে আছে ১১৭টি পরিবার। তাদের দুপুরের খাবারের জন্য রান্নার ব্যবস্থা করা হয়েছে।

পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিচ্ছে প্রশাসন | received 720000965119196

আমিন জুট মিল সংলগ্ন পাহাড়ে যারা ফিরে এসেছিল তাদেরকেও পুনরায় আশ্রয়কেন্দ্রে ফিরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জয়নিউজ/কাউসার/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM