টাংকির পাহাড় থেকে সরানো হলো ১৬ পরিবার

নগরের আমিন জুট মিল সংলগ্ন টাংকির পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসরত ১৬টি পরিবারকে উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় সেখানে পাহাড় দখল করে গড়ে ওঠা ব্যক্তি মালিকানাধীন একাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়।

- Advertisement -

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহী অনুপম ও কাট্টলী সার্কেলের সহকারী কমশিনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

- Advertisement -google news follower

সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহী অনুপম জয়নিউজকে বলেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটির তালিকা অনুযায়ী নগরের ১৭টি পাহাড়ে ঝুঁকিতে বসবাসরত ৮৩৫টি পরিবারকে চিহ্নিত করে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় টাংকির পাহাড় এলাকায় অবৈধভাবে পাহাড় দখল করে বসবাসরত ১৬টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এসময় সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোও ভেঙে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ১৬ মে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৯তম সভায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারী ৮৩৫টি পরিবারকে ১৫ জুনের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

জয়নিউজ/এসআর/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM