লামা-আলীকদমে বন্যার্থদের পাশে সেনাবাহিনী

টানা সাত দিনের ভারি বর্ষণে বান্দরবানের লামা উপজেলার অনেকাংশই পানির নীচে তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন ধারা।

- Advertisement -

অপরদিকে টানা বর্ষণের ফলে ভূমিধসের আশঙ্কাও দেখা দিয়েছে প্রকট। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সহযোগিতায় ইতোমধ্যে কয়েকশ’ মানুষকে সরিয়ে আনা হয়েছে নিরাপদ আশ্রয়ে।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এএসএম ফখরুল ইসলাম চৌধুরী অস্থায়ী আশ্রয় শিবির পরিদর্শন করেন। এসময় আলীকদম সেনা জোনের পক্ষ উদ্যোগে বন্যার্থদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এবিষয়ে মেজর ফখরুল ইসলাম জয়নিউজকে বলেন, টানা বর্ষণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। আমরা ইতোমধ্যে কিছু লোককে সরিয়ে এনে নোনার বিল প্রাথমিক বিদ্যালয়ে জড়ো করেছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কেউ বড় কোনো ক্ষতির মুখে না পড়ে।

- Advertisement -islamibank

এদিকে আলীকদমে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাতামুহুরী নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হলেও ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সড়ক যোগাযোগ কিছুটা বিঘ্নিত হলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

জয়নিউজ/হাসান/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM