চট্টগ্রামে পাসের হার ৬২.১৯ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাসের হার গত বছরের চেয়ে কিছুটা কমলেও বেড়েছে জিপিএ-৫।

- Advertisement -

বুধবার (১৭ জুলাই) দুপুর একটায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

- Advertisement -google news follower

সংবাদ সম্মেলনে মাহবুব রহমান বলেন, ইংরেজি ও আইসিটিতে পরীক্ষার্থীরা ভালো করায় সামগ্রিকভাবে ফলাফল ভালো হয়েছে।

চট্টগ্রামে পাসের হার ৬২.১৯ শতাংশ, বেড়েছে জিপিএ-৫

- Advertisement -islamibank

ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার পাসের হার ৬২ দশমিক ১৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬২ দশমিক ৭৩ শতাংশ।

অপরদিকে গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৬১৩ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮৬০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১ হাজার ৪১২ জন এবং ছাত্র সংখ্যা ১ হাজার ৪৪৮ জন। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১০৩ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৯৯ হাজার ৭৯৬ জন।

জয়নিউজ/পার্থ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM