রিফাত খুনে জড়িত থাকার কথা স্বীকার মিন্নির

আলোচিত রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি

- Advertisement -

শুক্রবার (১৯ জুলাই) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার প্রধান সাক্ষী মিন্নি।

- Advertisement -google news follower

এরআগে মিন্নিকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। তবে রিমান্ডের দু’দিন শেষেই মিন্নিকে আদালতে হাজির করা হয়।

এদিন মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

- Advertisement -islamibank

রিফাত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে মিন্নি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মিন্নিসহ ১৩ জন অভিযুক্ত রিফাত হত্যাকাণ্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM