যানজট এড়াতে আকাশে উড়বে ভোলোকপ্টার

আগামী বছর থেকে দুবাই, সিঙ্গাপুর ও জার্মানিতে কার্বন নিঃসরণমুক্ত ভোলোকপ্টার আকাশে উড়বে।

- Advertisement -

পৃথিবীর অনেক বড় বড় শহরে ভয়ানক যানজট হয়। এই যানজট এড়াতে বড় বড় শহরগুলোতে ভোলোকপ্টার চালুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার দূরত্ব পর্যন্ত চলতে পারবে এ যান।

- Advertisement -google news follower

ভোলোকপ্টার ড্রোনের সাহায্যে চলবে। তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাত্রী উঠানো-নামানো পরিচালনা করবে।

জার্মানির একটি প্রতিষ্ঠান তৈরি করেছে ভোলোকপ্টার। কোম্পানিরও সিইও জানান, আগামী বছর থেকেই বাণিজ্যিকভাবে ভোলোকপ্টার বিক্রি শুরু হচ্ছে।

- Advertisement -islamibank

ভোলোকপ্টারকে পরিবেশবান্ধব যানবাহন বলে জানান তিনি।

এতে কোনো চালক থাকবে না। এটি নিজে নিজে যাত্রী উঠানো-নামানোর কাজ করবে। নির্মাতা প্রতিষ্ঠান আশা করছে, আগামী ১০ বছরের মধ্যে ভোলোকপ্টার ঘণ্টায় এক লাখ যাত্রীকে এক স্থান থেকে অন্যস্থানে নিতে পারবে।

ভাবছেন ভোলোকপ্টার বুঝি একমাত্র ধনীরাই ব্যবহার করতে পারবে। কিন্তু কোম্পানি জানাচ্ছে ভিন্ন কথা। তারা বলছে, বর্তমানে প্রচলিত ট্যাক্সির মতো ভোলোকপ্টারে কম টাকায় ভ্রমণ করা যাবে।

ভোলোকপ্টারে নিজস্ব ব্যাটারি থাকবে। ব্যাটারির নাম ভোলো-হাবস। এক স্থান থেকে অন্যস্থানে যাওয়ার পূর্বে রোবট ভোলোকপ্টারের ব্যাটারি পরিবর্তন করবে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM