ফিশারিঘাটে পিরানহা-মাগুর জব্দ

নগরের ফিশারিঘাটে অভিযান চালিয়ে ১২০ কেজি পিরানহা, আফ্রিকান মাগুর ও জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

রোববার (২১ জুলাই) সকালে নগরের নতুন ফিশারিঘাটে এই অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

- Advertisement -google news follower

তিনি জয়নিউজকে বলেন, মৎস রক্ষা ও সংরক্ষণ বিধিমালা বাস্তবায়নে ফিশারিঘাটে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ কেজি নিষিদ্ধ পিরানহা, ৫০ কেজি আফ্রিকান মাগুর ও ৩০ কেজি চিংড়ি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালার দুটি ধারা লঙ্ঘনের দায়ে দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। পাশাপাশি মাছ বিক্রেতাদের নিষিদ্ধ মাছ, ঝাটকা ও জেলিযুক্ত চিংড়ি বিক্রি না করতে সতর্ক করা হয়েছে।

জয়নিউজ/আরডি/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM