চসিক উপ-নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শূন্যপদে উপ-নির্বাচন উপলক্ষে যানবাহন ও নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)|

- Advertisement -

সোমবার (২২ জুলাই) সিএমপির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোটের আগের রাত থেকে ২৪ ঘণ্টা সবধরণের যান্ত্রিক যানবাহন নির্বাচনি এলাকায় বন্ধ থাকবে। উল্লেখিত যানবাহনের মধ্যে রয়েছে বেবীটেক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইঞ্জিনচালিত সবধরণের নৌ-যান, স্পিডবোটে নিষেধাজ্ঞা জারি থাকবে।

এছাড়াও ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন হতে ভোট গ্রহণের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

- Advertisement -islamibank

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, এ নিষেধাজ্ঞা প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনি এজেন্ট, দেশী/বিদেশী পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য।

তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশী/বিদেশী সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে নিয়োজিত (যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি) কার্যক্রম ব্যবহারের উপর উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

উল্লেখ্য,পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে ২৫ জুলাই শূন্য কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM