সকল রাজবন্দির মুক্তি ও নতুন নির্বাচনের দাবি ফখরুলের

সরকারের প্রতি সব রাজবন্দির মুক্তি এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, না হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না।

- Advertisement -

শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি একথা বলেন। এসময় দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

- Advertisement -google news follower

মির্জা ফখরুল বলেন, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন সেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ মিথ্যা বানোয়াট মামলায় দণ্ড দিয়ে বন্দি করে রাখা হয়েছে। আমরা তাঁর মুক্তি দাবি করছি।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের কাছে জোর দাবি করছি, রাজবন্দিদের মুক্তি দিয়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ আনুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। মানুষকে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন। না হয় জনগণ আপনাদের ক্ষমা করবে না।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM