সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সীতাকুণ্ডে মশকনিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি, সহকারী কমিশনার ভূমি সৈয়দ মাহবুবুল হক, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম সেকান্দর হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লা ও ইউপি চেয়ারম্যানরা।

এতে ডেঙ্গু প্রতিরোধের নানা উপায় ও করণীয় নিয়ে মূল আলোচনা করেন সীতাকুণ্ড হাসপাতালের চিকিৎসক মো. ফরিদ উদ্দিন।

- Advertisement -islamibank

এসময় ইউএনও মিল্টন রায় বলেন, এডিস মশার বংশ বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও তিনদিনের বেশি পানি জমিয়ে রাখাতে অনুরোধ করেন। মাইকিং করে জনগণকে এ বিষয়ে সচেতন করতে চেয়ারম্যানদের নির্দেশনা দেন তিনি।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনের রাস্তায় ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করা হয়।

জয়নিউজ/সেকান্দর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM