এজলাসের ভিডিও করায় শিক্ষার্থী আটক

আদালত চলাকালীন এজলাসের ভেতরে মোবাইল ফোনে ছবি ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাইফুল ইসলাম (২১) নামে এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

আটক সাইফুল ঢাকার নবাবগঞ্জের আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -google news follower

রোববার (৪ আগস্ট) চট্টগ্রাম আদালত ভবনের ২য় তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমীনের আদালতে এ ঘটনা ঘটে।

সাইফুলকে আটক করে তার মোবাইল ফোনটি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। সাইফুল বর্তমানে আদালতের হাজতখানায় রয়েছেন।

- Advertisement -islamibank

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার জিআরও প্রকাশ বড়ুয়া বলেন, আদালত চলাকালীন ভেতরে ঢুকে ম্যাজিস্ট্রেটের বক্তব্য ও আদালতে ভেতরের দৃশ্য ভিডিও ধারণ ও ছবি তুলছিলেন সাইফুল নামে এক যুবক। বিষয়টি আমার নজরে আসলে তা ম্যাজিস্ট্রেটকে অবহিত করি। পরে ম্যাজিস্ট্রেট সাইফুলকে আটক করে তার মোবাইল ফোন জব্দের আদেশ দেন।

প্রকাশ বড়ুয়া জানান, আটক সাইফুল বর্তমানে কোর্ট হাজতে রয়েছেন।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM