‘ডেঙ্গুর নামে রাস্তায় ঝাড়ু দিয়ে জাতির সঙ্গে তামাশা চলছে’

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সরকারের দায়িত্বশীল কর্তাব্যক্তিরা ডেঙ্গু মশা তাড়ানোর নামে নায়িকাদের নিয়ে রাস্তা ঝাড়ু দিয়ে জাতির সঙ্গে তামাশা করছে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে ডেঙ্গু নিয়ে জাতির সঙ্গে এমন তামাশা করছে।

- Advertisement -

শুক্রবার (৯ আগস্ট) বিকালে উত্তর পাঠানটুলী ওয়ার্ডে ডেঙ্গু রোগের বিস্তার রোধে গণসচেতনতা তৈরি করতে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, ক্ষমতালোভী সরকার জনগণকে ডেঙ্গু রোগ থেকে মুক্ত করতে এডিস মশা নিধন না করে বিএনপি নিধনে ব্যস্ত রয়েছে। সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের উপর চলছে গুম, খুন ও হত্যার নৈরাজ্য।

দেশের মানুষ যখন বেগম জিয়ার মুক্তির আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তখনই সরকারের এজেন্টরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় চট্টগ্রামের ও ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অথচ চট্টগ্রাম সিটি করপোরেশনের ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশা নিধনে দৃশ্যত কোনো উদ্যোগ নাই।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি সৈয়দ আহমেদ, ডবলমুরিং থানা সভাপতি মোহাম্মদ সেকান্দর, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা মিয়া , ২৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি এস এম জামাল উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান শপথ, নগর তাঁতি দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, ওয়ার্ড বিএনপির সি. সহসভাপতি আব্দুস সবুর আকবর, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, আনু সওদাগর, নগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. সেলিম, সহসম্পাদক জাহাঙ্গির আলম মানিক, সদরঘাট থানা বিএনপি নেতা জাহেদ হোসেন, ডবলমুরিং যুবদল নেতা বজল আহমেদ , কোতোয়ালি থানা বিএনপির প্রচার সম্পাদক মো. রিয়াদ হোসেন, ছাত্রদল নেতা রাজিবুল হাসান রানা, থানা যুবদল আবু সৈয়দ রিকু , সূফী মোহাম্মদ ইব্রাহিম, সজল বড়ুয়া, হাসান উল্লাহ রনি, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ রাসেল, মোহাম্মদ নেজম, মোহাম্মদ তাজুল আলম রিন্টু, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ হান্নান , মোহাম্মদ এমরাজ ও মোহাম্মদ আরাফাত।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM