ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫

ভারতের তিন রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। একইসঙ্গে অতিবৃষ্টি আর ভূমিধসে ঘরছাড়া হয়েছেন কয়েক লাখ মানুষ।

- Advertisement -

শনিবার (১০ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্যার কারণে কেরালায় এ পর্যন্ত অন্তত ৪২ জন মারা গেছেন। সরিয়ে নেওয়া হয়েছে এক লাখের বেশি ভুক্তভোগীকে।

- Advertisement -google news follower

কেন্দ্রীয় সরকারের তথ্যমতে, গত দুইদিনে এ রাজ্যে অন্তত ৮০বার ভূমিধসের ঘটনা ঘটেছে। কেরালার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রাজ্যের ১৪টি জেলার মধ্যে সাতটিতেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে প্রতিবেশী রাজ্য কর্ণাটকে বন্যায় অন্তত ২৪ জন মারা গেছেন। এ বছরের বন্যা গত ৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

- Advertisement -islamibank

ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ | pr19818karnataka

তিনি জানান, বন্যায় অন্তত ১ হাজার ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। বেশ কযেকটি বাঁধ ধারণক্ষমতার শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে দুই লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যের ৩০টি জেলার মধ্যে ১৬টিই বন্যায় আক্রান্ত।

 

ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ | 70616734 Copy

অন্যদিকে মহারাষ্ট্রে বন্যায় এক সপ্তাহে অন্তত ২৯ জন মারা গেছেন। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতেও ভারি বৃষ্টিপাতের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM