নাগরিক উদ্যোগের শোকযাত্রা, শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পারেন না তাদের এদেশের নাগরিক হিসেবে থাকার যোগ্যতা নেই।’

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে নাগরিক শোকযাত্রার আগে এক সমাবেশে মেয়র একথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ শোকযাত্রার আয়োজন করে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ।

- Advertisement -google news follower

গত তিনবছর ধরে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের নিয়ে এ নাগরিক শোকযাত্রার আয়োজন করে আসছে চট্টগ্রাম নাগরিক উদ্যোগ। এবার এ আয়োজনে নেতৃত্ব দেন সিটি মেয়র।

নগরের ডিসি হিলের পাশে এনায়েত বাজার মহিলা কলেজের সামনে থেকে বেলা ১১টায় শোকযাত্রাটি শুরু হয়।

- Advertisement -islamibank

সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় শোকযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আবু তাহের চৌধুরী বাবু, চট্টগ্রাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন ফেরদৌসী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম, বিএমএ সদস্য ডা. হোসেন আহমেদ, ইয়াং ইন্জিনিয়ার্স ফোরামের সভাপতি ও চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য প্রকৌশলী রাজীব বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, এস এম এরশাদ উল্লাহ, সাবেক কাউন্সিলর জামাল হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ শ্রমিক লীগ নেতা শফর আলী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ঈসা, সাইফুদ্দিন খালেদ বাহার, জামশেদুল আলম চৌধুরী, ফারুক আহমেদ, ন্যাপ নেতা মিতুল দাশগুপ্ত, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, তরুণ আওয়ামী লীগ নেতা পুলক খাস্তগীর, চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ খোরশেদ, যুবনেতা ওয়াহিদুল আলম শিমুল, আবদুর রশিদ লোকমান, কবি সজল দাশ, সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত চৌধুরী, কার্যকরী সদস্য বোখারী আজম প্রমুখ।

সাবেক ও বর্তমান ছাত্রনেতা ও সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শহীদুল কাউসার, মিনহাজুল আবেদীন সায়েম, আবদুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত, মিথুন মল্লিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ, সাবরিনা চৌধুরী, আরিফ মঈনুদ্দিন, অ্যাডভোকেট টিপু শীল জয়দেব, রায়হান মাহমুদ, ইমরান আলী মাসুদ, এম আই চৌধুরী শহীদ, কাজী মো. আমান উদ্দিন, তরুণ সংগঠক জনি বড়ুয়া, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সন্জয়িতা দত্ত পিংকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নওরিন আক্তার প্রমুখ।

মেয়র বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান নিছক ভৌগোলিক স্বাধীনতা চাননি, বাংলার দুখী মানুষের মুক্তি চেয়েছিলেন। কিন্তু পরিপূর্ণ সেই মুক্তির আগেই ঘাতকরা সপরিবারে তাঁকে হত্যা করে। সেদিন বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে থাকা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত কাজই করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে সবাইকে দেশগঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সহযোগিতার অনুরোধ করেন মেয়র।

জয়নিউজ/হিমেল/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM