কাশ্মীরের গ্রামের নাম ‘বাংলাদেশ’

শুনে অবাক হওয়ারও কথা। তবে এটি সত্য যে কাশ্মীরেই রয়েছে ‘বাংলাদেশ’ নামে একটি গ্রাম। রয়েছে বাংলাদেশ নামক গ্রামটির চারদিকে পানি আর সুউচ্চ পর্বত।

- Advertisement -

জানা যায়, কাশ্মীরের বান্ডিপুরা জেলার আলুসা তহশিলে এ গ্রামের নাম বাংলাদেশ। উলার হ্রদের তীরে গ্রামটি অবস্থিত। বান্ডিপুরা-সোপুরের মাঝ দিয়ে মাটির রাস্তা ধরে ৫ কিলোমিটার হাঁটলেই পাওয়া যাবে গ্রামটি।

- Advertisement -google news follower

কাশ্মীরের গ্রামের নাম ‘বাংলাদেশ’ | kashmir in 1 20190827135809 Copy

সূত্র জানায়, ১৯৭১ সালে জুরিমন নামে একটি গ্রামের কয়েকটি ঘরে আগুন লেগে গৃহহীন হয়ে পড়ে নিরীহ মানুষ। তখন পুড়ে যাওয়া জায়গা থেকে কিছুটা দূরে পার্শ্ববর্তী ফাঁকা এক জায়গায় সবাই মিলে ঘর বাঁধেন।

- Advertisement -islamibank

দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। একই সময় গৃহহীন মানুষগুলো দুঃসময় মোকাবেলা করতে শুরু করে। তাই তারা তাদের নতুন গ্রামের নাম রাখেন ‘বাংলাদেশ’।

২০১০ সালে বান্ডিপুরার ডিসি অফিস ‘বাংলাদেশ’ নামক গ্রামটিকে আলাদা গ্রামের মর্যাদা দেন। ৫-৬টি ঘর দিয়ে শুরু হওয়া গ্রামে এখন পঞ্চাশেরও বেশি ঘর রয়েছে।

বাংলাদেশ নামক সেই গ্রামের মানুষের প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা। পাশাপাশি পানি বাদাম সংগ্রহ করাও এ গ্রামবাসীর অন্যতম প্রধান কাজ।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM