অবস্থাপন্ন পুত্রের ঘরে জায়গা হয়নি তার…  

বৃদ্ধ পিতা-মাতার ভরণপোষণ না করার অভিযোগে আদালতে উচ্চ শিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত ৩ পুত্র সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক অসহায় পিতা।

- Advertisement -

বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালতে অভিযোগ দায়ের করেন মিরসরাইয়ের বাসিন্দা সাইদুল হক। আদালত অভিযোগ আমলে নিয়ে ১১ অক্টোবর আদালতে স্বশরীরে হাজির হওয়ার জন্য ৩ সন্তানের বিরুদ্ধে সমন জারি করেছেন।

- Advertisement -google news follower

বৃদ্ধ সাইদুল হকের পক্ষে মামলা পরিচালনাকারী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কর্মকর্তা এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হেলাল উদ্দীনের আদালতে পিতার অভিযোগটি শুনানি শেষে আদালত বাদীর তিন পুত্র যথাক্রমে মোঃ নাজমুল হক হেলাল (৪৪), মোঃ সাইফুল হক (৩৬) এবং মোঃ মাইনুল হক (৩৪) এর বিরুদ্ধে পিতামাতার ভরণপোষণ আইন ২০১৩-এর ৩ ও ৫ ধারায় অপরাধ আমলে নিয়ে অভিযুক্তদের ১১ অক্টোবর আদালতে স্বশরীরে হাজির হতে সমন জারির নির্দেশ দেন।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, মামলার বাদী একজন মানবাধিকার কর্মী হয়েও বৃদ্ধ বয়সে নিজের অধিকার প্রতিষ্ঠায় ঔরষজাত তিন উচ্চ শিক্ষিত সন্তানের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন।

জয়নিউজ/এফএম/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM