কাপ্তাইয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

কাপ্তাইয়ে শুরু হয়েছে ৪৮তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা।

- Advertisement -

উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের এ আয়োজন শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে উপজেলা সদর শেখ রাসেল স্টেডিয়ামে শুরু হয়।

- Advertisement -google news follower

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন।

এদিকে উদ্বোধনী দিনে কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ ট্রাইবেকারে ৪-২ গোলে কেআরসি উচ্চ বিদ্যালয়কে, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে কাপ্তাই উচ্চ বিদ্যালয়কে, তৈয়ুবিয়া সুন্নিয়া মাদ্রাসা ১-০ গোলে সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুলকে এবং দিনের শেষ খেলায় চিৎমরম উচ্চ বিদ্যালয় ১-০ গোলে কেপিএম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM