কেএসআরএমের এলাকায় পিএইচপির ড্রোন উড়ানোর অভিযোগ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে কেএসআরএমের কারখানা এলাকায় পিএইচপির ড্রোন উড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কেএসআরএমের পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

- Advertisement -

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কারখানা এলাকায় ড্রোন উড়াউড়ি শনাক্ত করেন কেএসআরএমের নিরাপত্তাকর্মীরা। পরে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।

- Advertisement -google news follower

কেএসআরএম বলছে, এ ঘটনা কারখানায় কর্মরত কর্মীদের জীবনের ওপর প্রভাব ফেলেছে। রোববার (৮ সেপ্টেম্বর) কেএসআরএমের সিকিউরিটি ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম সীতাকুণ্ড থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি করেছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, কেএসআরএমের সিকিউরিটি ইনচার্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।

জয়নিউজ/হিমেল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM