চবি ছাত্র ইউনিয়ন: কলা অনুষদের নেতৃত্বে জিতায়ন-সাজাং

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কলা ও মানববিদ্যা অনুষদ শাখার নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পালি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র জিতায়ন চাকমা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাজাং চাকমা।

- Advertisement -

অনুষদের ৪র্থ কাউন্সিলে এ কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

- Advertisement -google news follower

‘কারো যেন আজ দুহাতে খুলেছে ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন তাই দোলে মিছিল’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চবি সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষণ প্রদীপ চাকমা ও সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপু ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিকে শপথ পাঠ করান সভাপতি ধীষণ প্রদীপ চাকমা।

কাউন্সিলে সভাপতি ধীষণ প্রদীপ চাকমা বলেন, ছাত্র অধিকার রক্ষার লড়াই সংগ্রামে নতুন কমিটি ভূমিকা পালন করবে। কলা অনুষদের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে সাধারণ ছাত্রদের নিয়ে কলা অনুষদ সংসদ আন্দোলন করবে। শিক্ষার বাণিজ্যিকীকরণ, সংকোচন ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের আন্দোলন অব্যাহত থাকবে।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM