কাল-পরশুর মধ্যে পেঁয়াজের দাম কমবে

সুযোগ সন্ধানি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসবে, বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

- Advertisement -

তিনি বলেন, সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। ইতোমধ্যে মিয়ানমার থেকে ৪৮৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। আরও ৫০০ টন আজ আসবে। আশা করি, কাল বা পরশুর মধ্যে পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকায় চলে আসবে।

- Advertisement -google news follower

বুধবার (২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মুনশি বলেন, শিগগির সবার সঙ্গে বসে পেঁয়াজের একটি দাম নির্ধারণ করে দেওয়া হবে। এছাড়া ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলে পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে। তবে পেঁয়াজ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য আমাদের নিজেদের উৎপাদন বাড়াতে হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM