এনসিএলে কে কত পারিশ্রমিক পাচ্ছেন?

ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় দৈর্ঘ্যের দেশের প্রধানতম টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ওয়ালটন ২১তম জাতীয় ক্রিকেট লিগ।

- Advertisement -

লিগ শুরুর আগে আলোচনায় আসছে ক্রিকেটারদের পারিশ্রমিক। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে অর্থের ঝনঝনানি থাকলেও প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্টে ঠিক উল্টো।

- Advertisement -google news follower

এদিকে এবারের এনসিএলে বাড়েনি খেলোয়াড়দের পারিশ্রমিক। আবার বাড়েনি খেলোয়াড়দের ডেইলি অ্যালাওয়েন্সও (ডিএ)। পাশাপাশি অন্যান্য ফিও বাড়েনি। দ্বিস্তর ডাবল লিগ পদ্ধতিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে ৬টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে ৮টি দল।

২১তম জাতীয় ক্রিকেট লিগে কেমন পারিশ্রমিক পাবেন খেলোয়াড়রা, এক নজরে তা দেখে নেওয়া যাক,

- Advertisement -islamibank
১ম স্তর২য় স্তর
টিম পার্টিসিপেসন মানি৬,০০,০০০.০০৬,০০,০০০.০০
ডেইলি অ্যালাওয়েন্স১,৫০০.০০১,৫০০.০০
ম্যাচ ফি (প্রতি ম্যাচ)৩৫,০০০.০০২৫,০০০.০০
ট্রাভেল অ্যালাওয়েন্স২,৫০০.০০২,৫০০.০০
চ্যাম্পিয়ন প্রাইজ মানি২০,০০,০০০.০০৫,০০,০০০.০০
রানার্সআপ১০,০০,০০০.০০নো প্রাইজ মানি
ম্যান অব দ্য ম্যাচ২৫,০০০.০০২০,০০০.০০
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট১,০০,০০০.০০৫০,০০০.০০
সর্বোচ্চ রান সংগ্রাহক৭৫,০০০.০০৫০,০০০.০০
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক৭৫,০০০.০০৫০,০০০.০০
উইনিং বোনাস৮০,০০০.০০৭৫,০০০.০০

 

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM