রামুতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

রামুতে বিয়ের আসরেই বাল্যবিয়ে বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।

- Advertisement -

শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

জানা যায়, কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া এলাকার আব্দুর রহিমের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ভুয়া জন্ম সনদ দেখিয়ে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন চলছিল। খবর পেয়ে বেলা সাড়ে ১২ টার সময় ওই বিয়ের আসরে উপস্থিত হয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দেন প্রণয় চাকমা।
ইউএনও প্রণয় চাকমা জয়নিউজকে বলেন, বাল্য বিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।এসময় মেয়ের বাবাকে পাওয়া যায়নি।

মেয়েটির সৎমা এবং মামাতো ভাইয়ের স্বীকারোক্তিমূলক অপরাধকে আমলে নিয়ে উভয়কে বাল্যবিবাহ নিরোধ আইনে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বাল্যবিয়ে বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

জয়নিউজ/খালেদ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM