হুইপবিরোধী স্ট্যাটাস দেওয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

হুইপ ও সাংসদ সামশুল হক চৌধুরী এবং হুইপপুত্র নাজমুল করিম শারুনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জমির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। জমির পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মৃত এনামুল হকের ছেলে।

- Advertisement -google news follower

পুলিশ সূত্রে জানা যায় , সম্প্রতি জমির উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে হুইপ ও হুইপপুত্রের বিরুদ্ধে নানাধরনের আপত্তিকর লেখা প্রচার করতে থাকেন। বিষয়টি নিয়ে মোবাইল ফোনে পটিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ তানভীর জানতে চাইলে জমির তাকে এসময় হুমকি দেয়। এর প্রেক্ষিতে তানভীর তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করলে ওই মামলায় পটিয়া থানার পুলিশ জমিরকে গ্রেপ্তার করে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জয়নিউজকে বলেন, একাধিক মামলার আসামি জমিরকে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট ৪টি মামলা রয়েছে। শনিবার তাকে জেল হাজতে পাঠানো হবে।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM