গণপিটুনিতে মারা গেল সিঁধেলচোর নজরুল

লক্ষ্মীপুরের রামগঞ্জে সিঁধ চুরির অভিযোগে গণপিটুনিতে মারা গেছে নজরুল ইসলাম নামের এক যুবক। নজরুল একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

- Advertisement -

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার দরবেশপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের ফকির মোহাম্মদ মিঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানান, সোমবার দিবাগত ভোর রাতে ফকির মিঝি বাড়ির মাহাবুবুর রহমান, মোশাররফ হোসেন মোবারক হোসেনের ঘরে চোরের দল সিঁধ কেটে ঢুকে ঘরের মূল্যবান মালামাল লুটে নেয়।

এসময় চোরের দলের চুরিকাঘাতে মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান মারাত্মক আহত হন। গৃহকর্তা মোস্তাফিজুর রহমান টের পেয়ে নজরুল ইসলামকে জড়িয়ে ধরে চিৎকার দেয়। এসময় চোরের দলের অন্য সদস্যরা মোস্তাফিজুর রহমানকে এলোপাতাড়ি চুরিকাঘাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে এসে নজরুল ইসলামকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।

- Advertisement -islamibank

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টায় আহতাবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জয়নিউজকে জানান, গণপিটুনিতে নিহত নজরুল ইসলাম এলাকার চিহ্নিত চোর। সে বেশ কিছুদিন এলাকা ছেড়ে কুমিল্লায় ছিল। ফিরে এসে আবারো এলাকায় চৌর্যবৃত্তি চালিয়ে যায়। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন জয়নিউজকে জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্পীনা রানী প্রামানিক ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতালে পাঠিয়েছেন।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM