সমবায় দিবসে সাতকানিয়া নানা আয়োজন

নানা আয়োজনে সাতকানিয়ায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথভাবে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ।

- Advertisement -

এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান।

- Advertisement -google news follower

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মোবারক হোসেন। বক্তব্য রাখেন পৌর মেয়র মো. জোবায়ের, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, সাতকানিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. দিদারুল আলম, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ও বাজালিয়া ব্যবসায়ী সমিতির সম্পাদক জহিরুল ইসলাম।

সভা শেষে উপজেলার ৬টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

- Advertisement -islamibank

এর আগে বের করা হয় বর্ণিল র‌্যালি। র‌্যালিটি উপজেলা ও পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি সমবায় সমিতির নেতারা অংশ নেন।

জয়নিউজ/খোকন

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM