টাকার বিনিময়ে কমিটি দেওয়ায় পদবঞ্চিতদের বিক্ষোভ

লক্ষ্মীপুরের কমলনগরে টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ তুলে আওয়ামী লীগের পদবঞ্চিতরা বিক্ষোভ সমাবেশ করেছে।
রোববার ( ৩ নভেম্বর) রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করে তারা।

- Advertisement -

বিক্ষোভ মিছিলে মাদককারবারি ও জামায়াতের অনুপ্রবেশকারীদের দিয়ে কমিটি দেওয়ার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধরা।

- Advertisement -google news follower

এসময় তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, ৩ নং ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, ২ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ৪ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, নুরুল ইসলাম ও ৭নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী গোলাম মাওলাসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলার তোরাবগঞ্জ ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নুরুল ইসলাম জয়নিউজকে বলেন, কমিটি পাইয়ে দিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আমার কাছে ৫০ হাজার টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় তারা আমাকে পদবঞ্চিত করেছে।

- Advertisement -islamibank

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম জয়নিউজকে বলেন, টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। পদবঞ্চিত হওয়ায় তারা এসব ঘটনা রটিয়েছে।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন জয়নিউজকে বলেন, উপজেলা নির্বাচনে যারা নৌকার প্রার্থীর বিপক্ষে গিয়ে কাজ করেছে, তাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। পদবঞ্চিত হওয়ায় তারা মিথ্যা অভিযোগ তুলেছে।

তিনি আরও জানান, শনিবার (২ নভেম্বর) রাতে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ৩ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার জয়নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM