সম্প্রীতি বিনষ্ট করতেই মোদীর নামে ভুয়া বার্তা: ভারতীয় দূতাবাস

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রচারিত হয়েছে। যার প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় দূতাবাস।

- Advertisement -

বুধবার (১৩ নভেম্বর) ভারতীয় দূতাবাসের চট্টগ্রামের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

- Advertisement -google news follower

এতে বলা হয়, ভারতীয় হাইকমিশনের গোচরে স্থানীয় যোগাযোগমাধ্যমে একটি সংবাদ এসেছে। যেখানে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। এই চিঠিটি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM