অভিযান চালিয়ে ৫ একর জমি উদ্ধার করেছে রেলওয়ে

নগরের পাহাড়তলী ভেলুয়ার দীঘির পাড়ে রেলওয়ের মালিকানাধীন ভূমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনা ও দোকানঘর উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে ও জেলা প্রশাসন।

- Advertisement -

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন রেলওয়ে, চট্টগ্রামের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।

- Advertisement -google news follower

অভিযানে আরো উপস্থিত ছিলেন রেলওয়ের চট্টগ্রাম অঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। দিনব্যাপী এই অভিযানে ৬০০টি সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করে ৪.২৭ একর জমি উদ্ধার করা হয়।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের ৫৫ জন সদস্য, পাহাড়তলী থানার ৮ জন, জিআরপির ৮ জন এবং আরএনবির ১৬ জনসহ ৮৭ জন সদস্য অংশগ্রহণ করেন।

- Advertisement -islamibank

আগামীকালও (বৃহস্পতিবার) উক্ত এলাকায় একই অভিযান চলবে বলে জানা যায়।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM