৬ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

পৃথিবীতে যিনি যত বড় হয়েছেন, তিনি তত বেশি বই পড়েছেন বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা। কারণ আলোকিত শিক্ষায় শিক্ষিত হওয়ার একমাত্র উপায় বই পড়া।

- Advertisement -

সোমবার (২৫ অক্টোবর) নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ছয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

বই পড়ে নতুন প্রজম্ম মুক্তিযুদ্ধের ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস জানতে পারবে উল্লেখ্য করে শংকর রঞ্জন সাহা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন।

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে, পুলিশ সুপার নুরেআলম মিনা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মৃনাল মনসুর, চট্টগ্রাম সৃজনশীল সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিতু, সাহিত্যিক ড. হরিশংকর জলদাস প্রমুখ বক্তব্য দেন।

- Advertisement -islamibank

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বইমেলা প্রতিদিন বিকাল ৩ টায় শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM