অগ্নিকাণ্ডে পুড়ল ৮ বাড়ির ১৩ পরিবার

বাঁশখালীর সরল ইউনিয়নের জালিয়াঘাটা মুন্সি বাড়িতে অগ্নিকাণ্ডে আট বাড়ির ১৩ ঘর পুড়ে গেছে।

- Advertisement -

রোববার( ১ডিসেম্বর) রাত ১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

ফায়ার সার্ভিস ও গ্রামবাসীরা দুই ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৪ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

পুড়ে যাওয়া বাড়ির মালিকরা হচ্ছেন মো. নুর আহমদ, মো. মারুফ, মো. নেয়াজু, মো. মঞ্জুর, মো. জিয়াউর রহমান, আব্দুল কাদের, ছৈয়দুল হক ও মো. দেলোয়ার। এছাড়াও আরও পাঁচ পরিবারের নাম জানা যায়নি।

- Advertisement -islamibank

বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুর রহিম জয়নিউজকে বলেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে থাকতে পারে।’

সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী জয়নিউজকে বলেন, অগ্নিকাণ্ডে আট বাড়ির ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকের তালিকা করে প্রশাসনকে জানানো হয়েছে।

জয়নিউজ/উজ্জ্বল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM