চেরাগিতে ওয়াসার পাইপ ফেটে পড়ছে পানি, দুর্ভোগে পথচারী

নগরের চেরাগিপাহাড় মোড় এলাকায় ওয়াসার পাইপ ফেটে প্রবল বেগে বের হচ্ছে পানি। আর এতে চারিদিকে পানি ছড়িয়ে পড়ে পথচারীর এদিকে যেমন চলাচল বাধাগ্রস্থ হচ্ছে. তেমনি নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ পানি।

- Advertisement -

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিন পরিদর্শনে এ চিত্র দেখা গেছে।

- Advertisement -google news follower

চেরাগিতে ওয়াসার পাইপ ফেটে পড়ছে পানি, দুর্ভোগে পথচারী

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ ও পথচারীরা। সৌমিত্র দাশ নামে এক বেসরকারী ব্যাংক কর্মকর্তা জয়্নিউজকে বলেন, কতটা দায়িত্বহীন হলে ওয়াসা এ ধরণের কাজ করতে পারে। যে বেগে পানি বের হচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণ পর বন্যা হবে। এছাড়া পানির কারণে দৈনিক আজাদী সড়ক ব্যবহার করা যাচ্ছে না। এর দায় কার। কতদিন ওয়াসার এ রকম অত্যাচার সহ্য করতে হবে।

- Advertisement -islamibank

এ বিষয়ে জানতে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলমকে ফোন করা হলে তিনি এর দায় বিটিসিএল কর্তৃপক্ষের উপর চাপিয়ে দেন।

মাকসুদ আলম জয়নিউজকে বলেন, পূর্ব কোনো অনুমতি ছাড়া বা আমাদেরকে না বলে বিটিসিএল গতরাতে (১৪ ডিসেম্বর) কাজ করেছে। কাজ করতে গিয়ে ওয়াসার পাইপ ফেটে গেছে। এর ফলে দ্রুত পানি বের হচ্ছে।পানি বন্ধ করতে ওয়াসা কাজ করছে।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM